হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশকে খেলতে হয়েছিল ১৮তম ওভার পর্যন্ত। ফলে রান রেটে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হার নানা সমীকরণের মুখে ফেল দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় পর্ব নিশ্চিতে। তবে আফগানিস্তানকে হারাতে পারলে সেই চিন্তাভাবনা কিছুটা কমবে বাংলাদেশের।
আবুধাবিতে আজ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন খান।
এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও তানজিম হাসান সাকিব। দলে ঢুকেছেন সাইফ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ- সেদিকুল্লাহ আটল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহীম জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (উইকেটকিপার/অধিনায়ক), তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.