এলডিসি উত্তরণ পেছানোর চেষ্টায় বন্ধু রাষ্ট্রগুলোর বিরোধিতা: বাণিজ্য সচিব

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার। তবে, ‘বন্ধু রাষ্ট্রগুলো’ বিরোধিতা করায় আশাবাদী হওয়ার সুযোগ কম বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিড আয়োজিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এতে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন র‌্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক।

তিনি বলেন, “এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছাতে আমরা কাজ করছি। বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি। চেষ্টায় কোনো ত্রুটি করব না। এটা মূলত বাণিজ্য সুবিধা আরও কিছুদিন অব্যাহত রাখার চেষ্টা। আশাবাদী হওয়ার সুযোগ কম, আবার একেবারে হতাশ হওয়ার কিছু নেই।”

বাণিজ্য সচিব বলেন, “এলডিসি থেকে উত্তরণ পেছানো সংক্রান্ত রেজ্যুলেশন জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ করতে হবে। তবে আমাদের বন্ধুপ্রতীম দেশগুলোই এটি বিরোধিতা করছে। যেমন: জাপান, তুরস্ক, ভারত ও যুক্তরাষ্ট্র। তাহলে আপনি কীভাবে সেই রেজ্যুলেশন পাশ করবেন। ফলে তাদের কাছ থেকে আমরা কারিগরি সহায়তা নেওয়ার চেষ্টা করছি।”

তিনি বলেন, “পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী এক বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি ১৪ শতাংশ কমতে পারে। একইভাবে এই বাজারে প্রতিযোগী দেশগুলোর পণ্য রপ্তানি কমতে। তার মধ্যে চীনের ৫৮ শতাংশ, ভারতের ৪৮ শতাংশ, ভিয়েতনামের ২৮ ও ইন্দোনেশিয়ার ২৭ শতাংশ পণ্য রপ্তানি কমতে পারে।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.