রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন এমওপি (MOP) সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৩১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতার ৩য় লটে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এই লটে সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা, যেখানে প্রতি টন সারের দাম ৩৬১ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) ও বিএডিসির মধ্যে চুক্তির আওতায় ৭ম লটে ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
এই অংশে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা, এবং এখানেও প্রতি টন সারের মূল্য ধরা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।
উল্লেখ্য, উভয় চুক্তিই সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে সম্পাদিত হওয়ায় এতে আন্তর্জাতিক দরপত্রের প্রয়োজন হয়নি। এমওপি সার বাংলাদেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকারের এই পদক্ষেপ কৃষি খাতে সারের সরবরাহ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.