চীনের সঙ্গে টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। এ সমঝোতা যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা আমেরিকান প্রতিষ্ঠানের হাতে যাওয়ার পথ খুলে দিতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাদ্রিদে অনুষ্ঠিত আলোচনার পর সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ ফ্রেমওয়ার্ক চুক্তির ঘোষণা দেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শুক্রবার চুক্তি চূড়ান্ত করবেন।
এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আলোচনায় ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে। চীনও ফ্রেমওয়ার্ক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে, তবে জানিয়েছে—তাদের প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সমঝোতা হবে না।
যুক্তরাষ্ট্র সরকার টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে। সর্বশেষ সময়সীমা হিসেবে বুধবারের মধ্যে বিক্রি সম্পন্ন করার শর্ত দেয়া হয়েছে। যদি এই সময়ের মধ্যে বিক্রি না হয়, তবে জাতীয় নিরাপত্তার হুমকি দেখিয়ে যুক্তরাষ্ট্রে টিকটক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। এই সময়সীমা এর আগেও তিনবার বাড়ানো হয়েছে। এখন যে সময়সীমা চলছে, তা শেষ হবে ১৭ সেপ্টেম্বর। এর পর আর সময় বাড়ানোর সুযোগ নাও থাকতে পারে।
দ্বিতীয় দিনের বৈঠকের পর স্কট বেসেন্ট জানান, ফ্রেমওয়ার্ক চুক্তিতে এমন বাণিজ্য শর্ত রাখা হয়েছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করবে। মাদ্রিদ আলোচনায় অংশ নেওয়া মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন—চুক্তি এখনো দুই দেশের শীর্ষ নেতাদের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে আমরা বারবার নিষেধাজ্ঞার সময় বাড়ানোর ব্যবসায় নেই।
এদিকে, চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চেংগ্যাং বলেন, তার দেশ কোনো অবস্থাতেই নিজেদের মূলনীতি বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাবে না। যেকোনো চুক্তি হওয়ার আগে সেখানে শীর্ষ নেতৃত্বের অনুমোদন প্রয়োজন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.