নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১,৫০০ কোটি ডলারের মানহানির মামলা

ভুয়া তথ্য প্রকাশ এবং যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ‘মাউথপিস’ হিসেবে কাজ করার অভিযোগে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের উচ্চ আদালত (ফেডারেল কোর্ট) এ মামলা গ্রহণ করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা সোমবারই দিয়েছিলেন ট্রাম্প। ১৫ সেপ্টেম্বর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি লেখেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে যাচ্ছে। সচেতনভাবে তারা আমার বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছে, কুৎসা রটনা করছে এবং এখন এই চর্চা থেকে তাদের বের হওয়ার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “কারণ আমি এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা হবে এই মামলা।”

ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার ট্রাম্পের আইনজীবী দল ফ্লোরিডার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে। মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য নিউইয়র্ক টাইমসের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যমটি, তবে পত্রিকাটির কোনো মুখপাত্র মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.