বাংলাদেশ ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান

এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। তার বদলি হিসেবে এশিয়া কাপের দলে যো দেবেন আব্দুল্লাহ আহমদজাই। হংকং চায়নাকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। মঙ্গলবার তারা মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে।

এশিয়া কাপের ‘এ’ গ্রুপে শীর্ষে আছে আফগানিস্তান। তারা মূলত রান রেটে এগিয়ে আছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের চেয়ে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের হয়ে খেলতে নামতে পারেননি নাভিন। তিনি টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কাঁধের অস্ত্রোপচার করাতে হয় নাভিনকে। ইংল্যান্ডের একটি বেসরকারি ক্লিনিকে এই অস্ত্রোপচার সম্পন্ন হয় এমনটাই নিশ্চিত করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এরপর চার সপ্তাহ বিশ্রাম নিয়ে আবারও অনুশীলনে ফেরেন নাভিন।

এখনও আফগানিস্তানের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তবে খেলেছেন এসএ টোয়েন্টি ও মেজর লিগ ক্রিকেটে। এসএ টোয়েন্টিতে ৭ ম্যাচে ডারবান সুপার জায়ান্টসের হয়ে ৭ ম্যাচে ৫ উইকেট নেন তিনি। আর মেজর লিগে এমআই নিউ ইয়র্কের হয়ে ৫ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার তার জাতীয় দলে ফেরার অপেক্ষা যেন আরও বাড়ল।

এদিকে নাভিদের বদলি হিসেবে ডাক পাওয়া আব্দুল্লাহ আফগানিস্তানের হয়ে একটি ম্যাচই খেলেছেন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে একটি উইকেট নিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো তিনি বড় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন আব্দুল্লাহ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.