৫ দফা দাবিতে জামায়াতে তিনদিনের কর্মসূচি ঘোষণা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩ দিনের এই কর্মসূচির আওতায় আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এ সময় সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.