গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজকে শাহজালাল ইসলামী ব্যাংকের অনুদান

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত, গরীব ও অসহায় মানুষদের আশ্রয় প্রদানের লক্ষ্যে নাটোরের লালপুরে নির্মাণাধীন গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজ-কে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ অনুদানের চেক হস্তান্তর করেন গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজ-এর সভাপতি মো. আলমগীর কবীর-এর হাতে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, এসএভিপি মো. জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ।

নাটোরের লালপুরে দুই একর জমির উপর নির্মাণাধীন এই গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজে থাকবে আধুনিক সকল সুযোগ-সুবিধা। এটি হবে শুধু আশ্রয় কেন্দ্র নয়, একটি শিক্ষা কেন্দ্রও, যেখানে বৃদ্ধরা অসহায় এতিম শিশুদের আদর-যত্নে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সমাজের আশ্রিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সমাজে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে বলে তারা বিশ্বাস করে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.