বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানা যায়নি।
রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
মার্কিন এই ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে। রিখটার স্কেলে এই ভূমিকম্পেন মাত্রা ছিল ৫.৫। মাত্রার হিসেবে এটি মৃদু ভূমিকম্প।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.