আইসিএবি ও এফআরসি’র মধ্যে ডিভিএস সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB) এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC) audited financial statements ও অডিট রিপোর্ট যাচাইয়ের প্রক্রিয়া জোরদার করতে ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম (DVS)-এর ওপর একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং আইসিএবি’র প্রেসিডেন্ট এন. কে. এ. মোবিন, এফসিএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আসিএবি’র ভাইস-প্রেসিডেন্ট, কাউন্সিল মেম্বার এবং এফআরসির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক প্রতিবেদন আইন (FRA) ২০১৫-এর ৪৫(৩) ধারা অনুযায়ী, পাবলিক ইন্টারেস্ট এনটিটিসমূহ (PIEs) তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন FRC-তে দাখিল করতে বাধ্য। আইসিএবি এই প্রতিবেদনগুলোর নির্ভুলতা ও সম্পূর্ণতা যাচাই করার জন্য দায়িত্বপ্রাপ্ত। যেহেতু এসব প্রতিবেদন ICAB-এর সার্টিফিকেট অব প্র্যাকটিস (CoP)-ধারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা অডিটকৃত, তাই এই MoU-এর মাধ্যমে ICAB, FRC-কে DVS ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিএবি চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, “এফআরসি আমাদের দেশের আর্থিক খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের কার্যক্রমকে সহায়তা করা মানেই ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে সহায়তা করা। দেশের রাজস্ব খাত এই আর্থিক প্রতিবেদনগুলোর ওপর নির্ভরশীল। যদি সত্য ও সঠিক প্রতিবেদন পাওয়া যায়, তবে রাজস্ব বাড়বে এবং আর্থিক পরিবেশ সুসংহত হবে।”

এফআরসি প্রেসিডেন্ট এন. কে. এ. মোবিন, এফসিএ বলেন, “আমরা আইসিএবির সঙ্গে হাতে হাত রেখে কাজ করছি যাতে সকল স্টেকহোল্ডার উপকৃত হয় এবং দেশের হিসাব ও নিরীক্ষা পেশার বিকাশে ভূমিকা রাখতে পারি।”

এই সহযোগিতার মাধ্যমে আইসিএবি ও এফআরসি আর্থিক প্রতিবেদন এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকি বাড়াতে চায়। DVS-এর মাধ্যমে এফআরসি যাচাই করতে পারবে যে, উভয় পাবলিক ও নন-পাবলিক ইন্টারেস্ট এনটিটির রিপোর্টগুলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আইসিএবি-রেজিস্টার্ড অডিটর দ্বারা সনদপ্রাপ্ত কি না।

এই উদ্যোগ এফআরসি ২০১৫ অনুযায়ী অডিটের মানোন্নয়ন, পেশাগত মান বজায় রাখা এবং কর্পোরেট গভর্ন্যান্স উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.