ফরিদা পারভীনের প্রয়াণে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো সংগীতাঙ্গন: ফারুকী

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ‘ফরিদা পারভীন ছিলেন এক অন্য উচ্চতায়! লালনের গানের এক প্রকৃত সাধক। তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।’

এরপর তিনি যোগ করেন, ‘তাঁর কর্ম চিরকাল বেঁচে থাকবে। আল্লাহ্‌ যেন তাঁকে চিরশান্তি দান করেন! আমিন! বিদায়, ফারিদা পারভীন!’

ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি সংস্কৃতি উপদেষ্টা ফারুকীসহ শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

ফরিদাপুত্র ইমাম নাহিল সাংবাদিকদের বলেন, মায়ের মরদেহ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্যে রাখা হবে শহীদ মিনারে।

এরপর বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রওনা হওয়া হবে কুষ্টিয়ার উদ্দেশে বলেও জানান তিনি।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম হয় ফরিদা পারভীনের। গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.