লিটন দাসরা পরিসংখ্যানে কিছুটা পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অন্য রকম দ্বৈরথ কাজ করে। সবশেষ কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ আলাদা একটা মাত্রা যোগ করেছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই লড়াইটা জমতে শুরু করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ এখন নাগিন ডার্বি হিসেবে পরিচিতি পেয়েছে। এশিয়া কাপে একই গ্রুপে থাকায় আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করা যেতেই পারে। সুপার ফোরে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই চাইবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে আসা তানজিম হাসান সাকিব জানিয়েছেন, দ্বৈরথ ছাপিয়ে জয় পেতে চায় টাইগাররা। বিপরীতে সবশেষ সিরিজে হেরে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নিতে চাইবে শ্রীলঙ্কা।
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছেন লিটন দাস। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস হেরে লিটন বলেন, ‘আগে ব্যাটিং করা নিয়ে কোনো সমস্যা নেই। দেখে মনে হচ্ছে ভালো উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে আরেক পেসার শরিফুল ইসলামকে।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.