জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়ছে।
এমন পরিস্থিতির মধ্যেই নির্বাচন কমিশনের আরও এক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে গতকাল শুক্রবার জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য মাফরুহী সাত্তার পদত্যাগ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, জাকসু নির্বাচনে নানা অনিয়মের কারণেই আমি পদত্যাগ করেছি। নির্বাচন কমিশনকে আমি আজকে মিটিংয়ে বসতে বাধ্য করলেও আমার অনুপস্থিতিতে তারা আবার ভোট গণনা শুরু করে। একইভাবে বিভিন্ন সময়ে তারা আমার মতামতকে উপেক্ষা করেছে।
নির্বাচনে অনিয়মের দায় আপনি নিবেন কি না, এমন প্রশ্নে মাফরুহি সাত্তার বলেন, আমি কোনো দায় নেবো না। আমি তাদের বারবার অনুরোধ করলেও তারা আমার অনুরোধ রাখেননি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.