টসে জিতেছে বাংলাদেশ

এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপ দিয়ে নিজেদের পুরনো ইতিহাস বদলাতে চান লিটন দাসরা।

এ ছাড়া সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা না থাকায় নতুন শুরু হচ্ছে বাংলাদেশের। সবশেষ তিন সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারানোয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী লিটনরা।

এদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতছেন লিটন দাস। টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.