দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি কনগ্লোমারেট এডিএন গ্রুপ দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান সি-এন-ডি মোটর্স কো. লি. এবং পিবিএস কো. লি.-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এডিএন গ্রুপের দুটি কৌশলগত ব্যবসায়িক ইউনিট (SBU) এডিএন টেলিকম লিমিটেড ও এডিএন টেকনোলজিস লিমিটেড এই চুক্তি স্বাক্ষর করে।
ঢাকায় এডিএন গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট মোবিলিটি সমাধান বাস্তবায়নে কাজ করবে উভয় পক্ষ।
চুক্তির আওতায় তিনটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে—
বৈদ্যুতিক থ্রি-হুইলার সংযোজন ও সরবরাহ
ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ও এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল সমাধান
সোলার স্ট্রিটলাইট স্থাপন প্রকল্প
চুক্তি অনুযায়ী, এডিএন গ্রুপ বাংলাদেশ হাইটেক পার্কে অ্যাসেম্বলি ফ্যাসিলিটি প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ নেবে এবং টেকসই প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেবে। পাশাপাশি বাজার উন্নয়ন ও নীতিনির্ধারণী বিষয়গুলো তদারকি করবে। দক্ষিণ কোরিয়ার অংশীদাররা আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতা প্রদান করবে।
এডিএন গ্রুপের চেয়ারম্যান মো. আসিফ মাহমুদ বলেন, “আন্তর্জাতিক দক্ষতা ও স্থানীয় সক্ষমতাকে একত্রিত করে আমরা স্মার্ট সিটি, পরিচ্ছন্ন জ্বালানি ও আধুনিকায়িত পরিবহন ব্যবস্থার পথ তৈরি করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মি. হেনরি হিলটন, এডিএন টেকনোলজিসের সিওও এ এম এইচসান-উল-হক, এডিএন গ্রুপের সিএফও মোহাম্মদ নাজিম উদ্দিন, এডিএন টেকনোলজিসের সরকারী ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক মো. নাসিমুল হক মজুমদার, সি-এন-ডি মোটর্সের চেয়ারম্যান ওহ সাং-লোক এবং পরিচালক মি. জো।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিচালনা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.