বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর কুড়িল চৌরাস্তা এলাকায় ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ শ্রমিক সড়ক অবরোধ করেন। তারা জানান, চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আবার সড়কে নামতে বাধ্য হয়েছেন।
সড়ক অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে এয়ারপোর্ট রোডের ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনেই অন্তত ২০০ শ্রমিক অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। হঠাৎ সড়ক অবরোধে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথে যানবাহন সরিয়ে নিতে গিয়ে বাড়ছে চাপ ও দীর্ঘ যানজট।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, বাড্ডার কুড়িলে কিছুক্ষণ আগে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মীরা বন্ধ করে দিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.