চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘দুবাই এয়ারশো’তে অংশ নিতে পারবে না কোনো ইসরায়েলি প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট ও মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।
আগামী ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি অংশগ্রহণ নিষিদ্ধ করেছে আমিরাত। ‘নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ’-এর কারণ দেখিয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, সম্প্রতি দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত।
গতকাল বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিশ দেয় আমিরাত কর্তৃপক্ষ। ইসরায়েলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার তারা এ সম্মেলনে অংশ নিতে পারবে না।
ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন, এই নিষেধাজ্ঞা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবেই এসেছে।
এর আগে হামলার ঘটনায় আমিরাত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে একে “বিশ্বাসঘাতকতামূলক” এবং “আন্তর্জাতিক আইন লঙ্ঘন” হিসেবে আখ্যা দিয়েছিল।
আবু ধাবির পক্ষ থেকে জানানো হয়, তারা কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপে সমর্থন দেবে।
এই ঘটনার প্রেক্ষাপটে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মেদ বিন জায়েদ দোহা সফর করেছেন। শিগগিরই জর্ডানের রাজপুত্র হুসেইন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দোহায় যাবেন বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও উড্ডয়ন সম্মেলন দুবাই এয়ারশো। প্রতি দুই বছর অন্তর আয়োজিত এই আয়োজনে ছোট-বড় উড্ডয়ন ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।
১৯৮৯ সালে প্রথমবার আয়োজিত এই শোতে মাত্র ২০০ প্রতিষ্ঠান ও ২৫টি উড়োজাহাজ অংশ নেয়। কিন্তু এবার, ৯৮টি দেশ থেকে ১,৪০০’র বেশি প্রতিষ্ঠান অংশ নেবে এবং প্রদর্শিত হবে ১৯২টি উড়োজাহাজ।
এতে প্রায় ১ লাখ ৩৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহে পোল্যান্ডে একটি অস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা খাতের কর্মীদের স্থানীয় পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।
তাদের সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা ও রিজার্ভ স্ট্যাটাস সম্পর্কে তথ্য চাওয়া হয়।
এই ঘটনাগুলো একত্রে ইঙ্গিত দিচ্ছে যে, ইসরায়েলের বিদেশে প্রতিরক্ষা প্রদর্শন এবং অংশগ্রহণ এখন নানা কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.