ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের সম্মানিত বিনিয়োগকারী ও সুধীজনের সাথে একটি “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল), ফরিদপুর শাখায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা।
এছাড়া উপস্থিত ছিলেন মাহমুদা আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি, মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এবং মোঃ মফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং কর্পোরেশন এর ব্রাঞ্চ ও সাবসিডিয়ারি অ্যাফেয়ার্স এর মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন সোনালী ও অগ্রণী ব্যাংকসহ অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন। বক্তব্যে তিনি ৩টি কোম্পানির বিভিন্ন সেবা/পণ্য সম্পর্কে উপস্থিত বিনিয়োগকারীদের অবহিত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তিনি সভায় উপস্থিত বিনিয়োগকারী ও সুধীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “আইসিবি সবসময় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা।”
সভায় ফরিদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত বিনিয়োগকারীগণ মতামত ব্যক্ত করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.