জাকসু নির্বাচনে প্রবল বৃষ্টির ভাগড়া, ভোট কম পড়ার শঙ্কা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাগড়া হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বেলা ১১টার পর থেকে ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে তুমুল বৃষ্টি।

এদিকে সকাল ৯টার কিছু পর শুরু হওয়া জাকসু নির্বাচনে প্রথম ঘণ্টায় কোথাও কোথাও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও দুয়েকটি কেন্দ্রে ভোট পড়েছে খুবই কম। নির্বাচনী কর্মকর্তারা বলছিলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে। কিন্তু ১১টার দিকে তুমুল বৃষ্টি শুরু হওয়ায় ভোট কম পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও হঠাতই তীব্র গর্জনে বৃষ্টি নামতে শুরু করে। সঙ্গে বিজলী চমকাচ্ছিল। এতে ভোট কমার শঙ্কা করছেন প্রার্থীরা। প্রতিকূল আবহাওয়ায় অনাবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ভোট দিতে পারবেন কিনা, এটা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টির কারণে অনাবাসিক শিক্ষার্থী—যারা ঢাকা, সাভার, নবীনগর, রেডিওকলোনি, ধামরাই বা মানিকগঞ্জের দিকে থাকেন, তারা হয়তো ভোট দেওয়ার কথা চিন্তা করছিলেন, কিন্তু এরকম বৃষ্টি থাকলে তারা ভোট দিতে নাও আসতে পারেন। আবাসিক শিক্ষার্থীরা ভোট দিলেও অনাবাসিকদের জন্য বেশ কষ্টের হবে।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে সকাল থেকেই ছিল শিক্ষার্থীদের মুখর উপস্থিতি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতেও দেখা গেছে ভোটারদের। কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন আটজন। শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া।

নির্বাচনে ভোটার ১১ হাজার ৯১৯ জন। ভোটারের ৪৮ দশমিক ৮ শতাংশ ছাত্রী। প্রচার শেষ হয়েছে গতকাল রাত ১২টায়। এদিন সকাল থেকে প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন বিভিন্ন প্যানেলের স্বতন্ত্র প্রার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের প্রার্থীদের প্রচার চালাতে দেখা যায়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.