মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- হানিফ (২২) ও সুজন (২৩)। আহত শরিফ (২২) ও ফয়সালকে (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. আশরাফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে একই হাউজিংয়ের ১১ নম্বর সড়কে অনুরূপ একটি ঘটনা ঘটে। সেখানে গণপিটুনিতে আরও একজন নিহত ও একজন আহত হন।
আজ বিকেলে লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.