ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস পদে জয়ী নরসিংদীর সামিয়া মাসুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন্নাহার হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন নরসিংদীর কৃতি সন্তান সামিয়া মাসুদ মোমো। দীর্ঘ ৩৪ বছর পর হওয়া এ নির্বাচনে তার এই সাফল্য পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের ঢেউ তুলেছে।

হলে উৎসবের আমেজ

ফলাফল ঘোষণার পরপরই শামসুন্নাহার হলে শিক্ষার্থীরা মোমোকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন। সহপাঠীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকে মনে করছেন, নির্বাচনী প্রচারণায় সততা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিই তাকে বিজয় এনে দিয়েছে।

পরিবারের গর্ব

মোমোর জয় নরসিংদীতে তার পরিবারকেও আনন্দে ভরিয়ে দিয়েছে। বাবা–মা ও আত্মীয়স্বজন খবর পেয়ে আবেগাপ্লুত হয়েছেন। এলাকাবাসীও গর্ব অনুভব করছেন যে তাদের সন্তান দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদে নেতৃত্বের আসন দখল করেছেন।

নির্বাচনী চিত্র

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। যদিও কয়েকটি হলে অনিয়মের অভিযোগ উঠেছে, তবে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ নিয়ে অনেকে সন্তোষ প্রকাশ করেছেন। ফলাফলে কিছু হলে শিবিরপন্থী প্রার্থীরা এগিয়ে থাকলেও শামসুন্নাহার হলে সামিয়া মাসুদ মোমোর জয় শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নরসিংদীর গর্বিত অর্জন

সামিয়াকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ছে। স্থানীয় গণমাধ্যমগুলো তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। শিক্ষার্থীরা আশা করছেন, তিনি তার নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে শামসুন্নাহার হলের উন্নয়নে বাস্তব পরিবর্তন আনবেন

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.