বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের পর দেশটির চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, নেপালে চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করবে। দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, নেপালের জনগণ শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.