চার্টার্ড লাইফের বায়রা সিংগাইর অফিসের কার্যক্রম শুরু

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মানিকগঞ্জ সেলস অফিসের অধীনে মানিকগঞ্জের বায়রা সিংগাইর এলাকায় নতুন অফিস কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ, এজেন্সি ডিরেক্টর মুক্তাকিন ইসলাম মুক্তা এবং চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) আবু আহমেদ কবির।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মানিকগঞ্জ সেলস অফিসের সেলস ম্যানেজার মো. সানজিদুল ইসলাম।

বায়রা সিংগাইর অফিসের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ৩০টি নতুন পলিসি এবং সর্বমোট ৫ লাখ ১২ হাজার ৬০০ (পাঁচ লক্ষ বারো হাজার ছয়শত) টাকা দিয়ে কোম্পানির ভাইস চেয়ারম্যানকে বরণ করে নেওয়া হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.