অতিরিক্ত পোলিং এজেন্ট ঢুকিয়ে অন্যদের এজেন্ট বের করে দিয়েছে ছাত্রদল: ফরহাদ

নিজেদের অতিরিক্ত পোলিং এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, অন্যদের পোলিং এজেন্ট বের করে দিয়েছে ছাত্রদল এমন অভিযোগ তুলে ইসলামি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেছেন, আমাদের কাছে ডকুমেন্ট আছে ছাত্রদল লিফলেট দিচ্ছে, আমার সামনে লাইনে দাড়িয়ে লিফলেট দিচ্ছে। এইগুলা তো ভয়াবহ অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের এই ধরনের একটা ইভেন্টে একটি দলকে আলাদা করে সুবিধা দেওয়া দুঃখজনক। আমরা অভিযোগ জানিয়েছি, কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছে, কিছু নেয়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোটকেন্দ্র পরিদর্শন করতে এসে ছাত্রদলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

এস এম ফরহাদ বলেন, ভোটারদের লাইনের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে। ইউল্যাব সেন্টারে আমি গিয়েছি, সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেখেছি মিডিয়া, পর্যবেক্ষক ঢুকতে দেওয়া হয়নি। আমি যাওয়ার পর দেখেছি, স্বাধীন পর্যবেক্ষক যারা বিভিন্ন সংস্থার তারা ঢুকতে চেয়েও ঢুকতে পারছে না। পরে শুনলাম বেশ কয়েকজন প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বরং ছাত্রদলের অতিরিক্ত পোলিং এজেন্টদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে ভেতরে চলছে কী! যেখানে মিডিয়া, পর্যবেক্ষক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেখানে আসলে চলছে কী?

তিনি বলেন, সাড়ে ১০টা পর্যন্ত আমরা দেখেছি এমন চলছে, আমরা অভিযোগ দেওয়ার পর মিডিয়া ঢুকতে পেরেছে। এরকম নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রদল বারবার লাইনের ভেতরে লিফলেট বিলি করছে। এগুলো আচরণবিধি লঙ্ঘন। প্রশাসনকে বারবার জানানোর পরও আমরা তড়িৎ গতিতে তাদের ব্যবস্থা নিতে দেখিনি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.