এভারকেয়ার হসপিটাল ঢাকা প্রথমবারের মতো বিশ্বরেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন করেছে। সে উপলক্ষে সম্প্রতি একটি বিজ্ঞানবিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বপ্রথম ২০২৪ সালে লন্ডন গ্লোবাল ক্যান্সার উইক-এ প্রতি বছর ৭ সেপ্টেম্বর এই আন্তর্জাতিক দিবসটি উদযাপনের প্রস্তাব দেওয়া হয় এবং ২০২৫ সালের শুরুতে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। এর মূল উদ্দেশ্য ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিতকরা এবং রেডিয়েশন থেরাপি সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি দূর করা ইত্যাদি।
আলোচনা অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্ব তুলে ধরা হয় এবং এর জীবনরক্ষাকারী ভূমিকা সম্পর্কে স্বাস্থ্যসেবা, পেশাজীবীসহ সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রত্নদ্বীপ চাস্কারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাঁরা রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসা প্রদান এবং রেডিয়েশন চিকিৎসানিয়ে বিভ্রান্তি দূর করা প্রসঙ্গে বিশেষ আলোচনা করেন।
এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডেক্যান্সার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে রেডিওথেরাপিএকটি শক্তিশালী অস্ত্র। শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ রোগীরা এর সুফল পেতেপারেন।
রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ক্যান্সার রোগীদের প্রায় অর্ধেকের চিকিৎসায় কোন না কোন পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়, যা আধুনিক অনকোলজির অবিচ্ছেদ্য অংশ। তাই এই চিকিৎসা পদ্ধতি নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের কাছে পৌঁছে দিতেও আমাদের কাজ করতে হবে।
রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী বলেন, রেডিওথেরাপি আধুনিক চিকিৎসা পদ্ধতি হওয়ায় এটি নিয়ে ভ্রান্ত ধারণা ছড়াতেই পারে, তবে সম্মিলিভাবে সঠিকতথ্য প্রচারের মাধ্যমে এসব ধারণা দূর করা সম্ভব। রোগীদের জানাতে ও বোঝাতে হবে যে, রেডিও থেরাপি নিরাপদ, কার্যকর এবং জীবন রক্ষাকারী।
প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্যান্সার চিকিৎসার উন্নয়নে প্রযুক্তি, উদ্ভাবন ও বিশেষায়িত দক্ষতার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.