অর্থ সচিবের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার-এর সঙ্গে সোমবার (৮ সেপ্টেম্বর) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে আইসিএমএবি প্রতিনিধি দল ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং বিশেষভাবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (সিএমএ) পেশার উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। তারা এ পেশার বিকাশে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

অর্থ সচিব দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এর বিকাশে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ, কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোঃ মাহবুব-উল-আলম এফসিএমএ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.