সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের এলজিইডি ভবনে সোমবার (৮ সেপ্টেম্বর) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবসা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সভা (Business and Skill Development Meeting) অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক তাসনিয়া কামরুন আনিকা।

এছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যাজিৎ দাশগুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, এজিএম মহিউদ্দিন সহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তোফাজ্জেল হোসেন মানিক এতে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন।

উক্ত প্রোগ্রামে চট্টগ্রাম জেলার বিভিন্ন ব্রাঞ্চের তিন শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.