দরপতনের তালিকায় শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য মতে, এদিন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা বা ৮ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

আর তৃতীয় স্থানে থাকাশ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক, ইয়াকিন পলিমার, মেট্রো স্পিনিং এবং আল-হাজ টেক্সটাইল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.