ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগর উপজেলায় চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ উপজেলাবাসী। এতে দুর্ভোগে পড়েছেন পরিবহনের যাত্রী ও চালকরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার থেকে এই অবরোধ কর্মসূচি চলছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ২০ কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

স্থানীয়রা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে গত ৩০ জুলাই প্রাথমিক গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন গেজেটে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন- হরষপুর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়। পরে গত ২৪ আগস্ট বিজয়নগরবাসীর অক্ষুণ্নতার পক্ষে আবেদনের আপিল শুনানি হয়। আপিল শুনানির পর হরষপুর ইউনিয়নকে আগের অবস্থায় রেখে বাকি দুটি ইউনিয়ন চান্দুরা, বুধন্তীকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ বিজয়নগর উপজেলাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলরত পরিবহনের যাত্রী ও চালকরা।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আন্দোলন এবং অবরোধ রোধ করার লক্ষ্যে মহাসড়কে থেকে কাজ করছি। আন্দোলনকারীরা যেন কোনও ধরনের জ্বালাও-পোড়াও না করতে পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে বিচ্ছিন্ন দুটি ইউনিয়নের ভোটার সংখ্যা ৬০ হাজার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.