আমি সবসময় মোদির বন্ধু থাকব, বন্ধু হিসেবে মোদি বেশ ভালো: ট্রাম্প

ভারতের প্রতি ক্ষোভ থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, “আমি সবসময় মোদির বন্ধু থাকব। বন্ধু হিসেবে মোদি বেশ ভালো। তিনি একজন মহান প্রধানমন্ত্রী। তিনি অসাধারণ। আমি সবসময় তার বন্ধু থাকব, তবে এই মুহূর্তে তিনি যা করছেন তা আমার ভালো লাগছে না। তবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। চিন্তার কিছু নেই, মাঝেমধ্যে এমন মুহূর্ত আসতেই পারে।”

শনিবার (৬ সেপ্টেম্বর) ওভাল অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

প্রতিক্রিয়ায় ভারত প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট তার মন্তব্যের যথাযথ প্রতিদান দেন। এছাড়া ভারত এবং আমেরিকার মধ্যে খুবই ইতিবাচক বৈশ্বিক কৌশলগত অংশীদার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অবশ্য এর আগে স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘মনে হচ্ছে আমরা গভীরতম–অন্ধকারতম চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারালাম। তাদের জন্য দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি!’ পোস্টের সঙ্গে চীনে আয়োজিত সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের একটি ছবিও শেয়ার করেছেন ট্রাম্প।

তবে পরে একইদিনে অবশ্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে যুক্তরাষ্ট্র ভারতকে চীনের কাছে হারিয়েছে।

তিনি বলেন, “আমি তা মনে করি না। তবে আমি খুব হতাশ যে, ভারত রাশিয়ার কাছ থেকে এত বেশি তেল কিনছে। আমি তাদের তা জানিয়েও দিয়েছি।”

এদিকে, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর ক্রেমলিনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্টের পরই ভারতকে নিয়ে মন্তব্য করেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করে আগামী দুই মাসের মধ্যেই ভারত ক্ষমা চেয়ে ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তিতে বসবে এবং একটি নির্দিষ্ট চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। এ বিষয়ে ওয়াশিংটনকে সমর্থন না করলে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে বলেও ভারতকে সতর্ক করেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.