লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

লন্ডনের হোয়াইট সিটি এলাকায় অবস্থিত বিবিসির সাবেক প্রধান কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় ১০০ দমকলকর্মী।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে। ভবনটি বর্তমানে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারে রয়েছে—এতে রয়েছে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ও একটি রেস্তোরাঁ।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ভবনটির উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে। পাশাপাশি, পার্শ্ববর্তী ভবনগুলো সতর্কতামূলকভাবে খালি করে দেওয়া হয়েছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ভোররাত সোয়া ৩টার কিছু আগে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

অগ্নিকাণ্ডে একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের রাস্তা, বিশেষ করে উড লেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোর ৩টার পরপরই আগুনের প্রথম খবর পায় দমকল বাহিনী। এরপর হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পুরোনো এই ভবনটি এক সময় বিবিসির প্রধান টেলিভিশন সেন্টার ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত সক্রিয়ভাবে ব্যবহৃত হতো।

পুলিশ জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিভেনি এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.