মুন্সিগঞ্জে নেশাজাতীয় বিষাক্ত পানীয় পানে ৫ জনের মৃত্য

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নেশাজাতীয় বিষাক্ত পানীয় পানের ফলে দুইদিনে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ও শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের বাচ্চু বেপারী (৬৫), একই এলাকার ইব্রাহিম মুন্সী (৭০), রহমতুল্লাহ (৬৫), সদর উপজেলার নুরপুকুরপাড় এলাকার আমির হোসেন (৬০) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। চিকিৎসাধীনরা হলেন- আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার আলামিন সরকারের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে একসাথে বসে তারা নেশাজাতীয় এক ধরনের বিষাক্ত তরল পান করেন, যা মূলত ঘোড়া ও গরুর ঘায়ে ব্যবহার করা হয়। পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে পাঁচজন একে একে মৃত্যুবরণ করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

 

 

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.