ভারত-রাশিয়াকে অন্ধকারময় চীনের কাছে হারিয়ে ফেলেছি: ট্রাম্প

ভারত-রাশিয়া-চীনকে একসঙ্গে দেখে ক্ষোভ আড়াল করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যেশালে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘মনে হচ্ছে আমরা ভারত-রাশিয়াকে গভীর, অন্ধকারময় চীনের কাছে হারিয়ে ফেলেছি। তারা একসঙ্গে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলুক সেই কামনা করি।’ ব্যঙ্গ করে দেয়া এ পোস্টে তিন নেতার ছবিও জুড়ে দিয়েছেন ট্রাম্প।

শনিবার (৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের পর এটাই ট্রাম্পের স্পষ্ট প্রতিক্রিয়া। ট্রাম্পের এ পোস্টের ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বেইজিং ও মস্কোর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে ২০টির বেশি দেশের নেতাদের স্বাগত জানান শি জিন পিং। সেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদীও। সম্মেলনে মোদী ও পুতিনকে হাত ধরে শির দিকে হাঁটতে দেখা যায়। পরে তিন নেতা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলেন। তাছাড়া, আলাদা করে শি জিনপিং ও পুতিনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকও করেন মোদী।

কয়েক দশক ধরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে ওয়াশিংটন। ট্রাম্প তার প্রথম মেয়াদে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের সম্পর্কের মধ্যে শীতলতা দেখা দিচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে মার্কিণ বাজারের বিকল্প হিসেবে চীনকে বিবেচনা করছে ভারত। নরেন্দ্র মোদীর সখ্যতা বাড়ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.