লক্ষ্মীপুরে যাত্রীবাহী আনন্দ পরিবহন নামে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১৫ জন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও রাজিব চৌধরী জানান, চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে ২ জন মারা গেছেন।
নিহদের মাঝে একজন ব্যক্তির নাম হুমায়ুন কবির (৫০)। তার বাড়ি নওগাঁ জেলায়। অন্য দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় পানিতে ডুবে ৩ জন গুরুতর আহত হন। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা বাসযাত্রীদের উদ্ধার করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.