রানার অটোমোবাইলস পিএলসির নতুন টু-হুইলার রানার স্কুটি ১২৫ (Runner Skooty 125) ঢাকায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে । ১২৫ সিসির এই স্কুটার উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও গ্রাহকসেবার প্রতি তাদের প্রতিশ্রুতি তুলে ধরেছে।
আজ প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আবু হানিফ, গ্রুপ চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক, সহকারী জেনারেল ম্যানেজার (একাউন্টস) মোঃ হাসনাত বিন মঈন, সিনিয়র ম্যানেজার (ন্যাশনাল সেলস) টি. এম. আসিবুল ইমরান এবং মার্কেটিং লীড মোঃ মাহমুদুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন রানার স্কুটি ১২৫ (Runner Skooty 125) প্রতিদিনের যাতায়াতকে আরও সহজ, আধুনিক ও সাশ্রয়ী করে তুলবে। তাঁরা জানান, রানার অটোমোবাইলস ভবিষ্যতেও দেশের বাজারে মানসম্মত, আধুনিক ও গ্রাহকবান্ধব টু-হুইলার সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এছাড়াও অতিথিবৃন্দ জানান, নিকটস্থ রানার শোরুমে গিয়ে নতুন স্কুটার সম্পর্কে বিস্তারিত জানা এবং টেস্ট রাইড নেওয়ার সুযোগ রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.