এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা মরহুম আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, কুলখানি উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামি’আ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া ফাতেমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.