যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন, নিম্ন আদালতের একটি রায় বাতিল করতে, যেখানে তাঁর বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলা হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে দায়ের করা এক আবেদনে ট্রাম্প প্রশাসন দ্রুত হস্তক্ষেপ চেয়ে বলেছে, আমদানি শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে—এমন রায় যেন সুপ্রিম কোর্ট দেয়।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত রায় দেয়, ট্রাম্প প্রেসিডেন্টের জরুরি অর্থনৈতিক অবস্থা সম্পর্কিত ক্ষমতার অপব্যবহার করেছেন এবং শুল্ক আরোপ কংগ্রেসের এখতিয়ারভুক্ত বিষয়।
মামলাটি ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ শুল্ক ফেরত দিতে হতে পারে।
তবে আপিল আদালত ট্রাম্প প্রশাসনকে উচ্চ আদালতে আপিলের সুযোগ দিয়েছে এবং সেইসঙ্গে পূর্বের রায়ের কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে।
আবেদন দাখিলের সময় সলিসিটর জেনারেল জন সাওয়ার বলেন, “এই মামলায় ঝুঁকি এর চেয়ে বেশি আর হতে পারে না।”
তিনি আরও লিখেছেন, “নিম্ন আদালতের ভুল সিদ্ধান্ত একটি চলমান কূটনৈতিক ও বাণিজ্য আলোচনায় বিঘ্ন সৃষ্টি করেছে এবং প্রেসিডেন্টের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির প্রচেষ্টার ওপর আইনি অনিশ্চয়তা তৈরি করেছে।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.