জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সা‌বেক বি‌রোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) দুদ‌কের ডেপু‌টি ডিরেক্টর আকতারুল ইসলাম এ তথ‌্য জানান।

জিএম কা‌দের ও তার স্ত্রী শেরীফার বিরু‌দ্ধে দ‌লের ম‌নোনয়ন বা‌ণিজ‌্যসহ দুর্নী‌তির অভিযোগ র‌য়ে‌ছে। তারা দুর্নী‌তির টাকা বি‌দে‌শে পাচার ক‌রে‌ছেন ব‌লেও অভিযোগ আছে।

এসব অভিযোগ আম‌লে নি‌য়ে দুর্নী‌তি দমন ক‌মিশন তা‌দের বিরু‌দ্ধে অনুসন্ধান কর‌ছে। এর আগে দুর্নী‌তির অভিযো‌গে তা‌দের ব‌্যংক একাউন্ট ফ্রিজ করা হ‌য়ে‌ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.