পল্টনে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ, নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

 

রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টনে সড়ক অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পল্টন মোড় অবরোধ করে প্রতিবাদ সভা শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে নানা স্লোগান দেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.