ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন নিয়ে আজ শুনানি হবে আপিল বিভাগে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ বুধবার পর্যন্ত স্থগিত রাখেন।
আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
গত সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করার আদেশ দেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনটি করেছিলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী বিএম ফাহমিদা আলম।
হাইকোর্টের আদেশে বলা হয়, ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। তবে একইসঙ্গে আদালতের আদেশ চেম্বার আদালতে চ্যালেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জনসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.