ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সমর্থন জানিয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর-এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সমর্থনের কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বৈঠকে ডেপুটি গভর্নর কবির আহমেদ-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের সঙ্গে আলোচনা করছে। এর অংশ হিসেবে আজ ছিল তৃতীয় দিনের বৈঠক। আগামীকাল বুধবার ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংক-এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক-এর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক গভর্নরের অসুস্থতার কারণে স্থগিত হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।
বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, “বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমাদের কোনও দ্বিমত নেই। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। নিজের নামে ঋণ গ্রহণের সুযোগ না থাকায় বেনামি হিসাবে এই অর্থ উত্তোলন করা হয়। এসব ঋণের অর্থ ফেরত না আসায় ব্যাংকটি গভীর আর্থিক সংকটে পড়েছে।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.