টি-টোয়েন্টি ছাড়লেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্টার্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। টেস্টে মনোযোগী হওয়া এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এই পেসার। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের বিশ্বকাপে। এই সংস্করণে তার শিকার ৭৯ উইকেট যা অস্ট্রেলিয়ার হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।

অবসরের বিষয়ে স্টার্ক বলেন, ‘টেস্ট ক্রিকেট সবসময়ই আমার প্রথম অগ্রাধিকার ছিল। তবে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ জয়, শুধু শিরোপার জন্য নয়, সেই দলের অংশ হতে পারাটাও ছিল বিশেষ।’

আগামী বছর থেকেই অস্ট্রেলিয়ার সামনে ব্যস্ত টেস্ট সূচি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফর, চার টেস্টের নিউজিল্যান্ড সিরিজ এবং ২০২৭ সালের শুরুতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অপেক্ষা করছে। এছাড়া মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ বছর পূর্তি টেস্ট ও মাঝ বছরে মর্যাদার অ্যাশেজ সিরিজও রয়েছে। এরপর অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে অস্ট্রেলিয়া নামবে শিরোপা ধরে রাখার মিশনে।

স্টার্ক বলেন, ‘ভারত সিরিজ, অ্যাশেজ আর ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে সতেজ ও ফিট থাকা জরুরি। তাই এখনই টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে এটি তরুণ বোলারদের প্রস্তুতির সুযোগ করে দেবে।’

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ‘মিচ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য গর্বিত হতে পারে। ২০২১ সালের বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেন অন্যতম ভরসা। তার উইকেট নেওয়ার ক্ষমতা ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারত। আমরা যথাসময়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে সম্মান জানাবো। ভালো লাগছে যে তিনি এখন টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দিচ্ছেন।’

এদিকে স্টার্কের অবসরের ঘোষণার দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন মার্কাস স্টয়নিস ও ম্যাট শর্ট। তবে ব্যক্তিগত কারণে নেই নাথান এলিস, আর ক্যামেরন গ্রিন খেলবেন শেফিল্ড শিল্ডে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.