ঢাকা ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সহযোগিতায় গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড (জিওয়াইসি) সদস্যদের জন্য এক্সক্লুসিভ কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকাতে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যক্তিগত ও পেশাদার জীবনের চাহিদা পূরণের লক্ষ্যে কার্ডটি তৈরি করা হয়েছে, যাতে সদস্যরা ব্যাংকিং সুবিধার পাশাপাশি ভ্রমণ, রেস্টুরেন্ট, লাইফস্টাইলসহ নানা ক্ষেত্রে প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনাওয়াজ, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাক আহমেদ ও আখলাকুর রহমান, মাস্টারকার্ড পরিচালক জাকিয়া সুলতানা, গুলশান ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান তামাল, গুলশান ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসানসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনাওয়াজ বলেন, “জিওয়াইসি ও মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে এই কো-ব্র্যান্ডেড কার্ড উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের প্রিয় গ্রাহকদের জন্য ব্যক্তিকৃত আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারেরই অংশ, যা দেশে ও বিদেশে তাদের জীবনমানকে সমৃদ্ধ করবে।”
নতুন কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডটি প্রদান করবে নিম্নোক্ত সুবিধা- প্রথম তিন বছর বাৎসরিক ফি মওকুফ, নির্দিষ্ট পরিমাণ লেনদেনের পর নবায়ন ফি মওকুফ, দ্বৈত মুদ্রা ও কন্টাক্টলেস সুবিধা, ঢাকার এইচএসআইএ বালাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার, আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ, সারা বছর “১টি কিনলে ৩টি পর্যন্ত ফ্রি” বুফে ডাইনিং অফার, হাজারো পার্টনার আউটলেটে আকর্ষণীয় ছাড়, ই-কমার্স লেনদেন সুবিধা, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট ও পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট।
এই উদ্যোগ ঢাকা ব্যাংকের লাইফস্টাইল ব্যাংকিং-এ কৌশলগত অগ্রগতির নিদর্শন এবং মাস্টারকার্ড-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানে অঙ্গীকারের প্রতিফলন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.