গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চলমান পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে বিদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, নুরুল হক নুরের দুই চোখ ও নাকের হাড়ে গুরুতর আঘাত লেগেছে। এটি অত্যন্ত সংবেদনশীল স্থান। যথাযথ চিকিৎসা না হলে স্থায়ী ক্ষতির ঝুঁকি রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া জরুরি।
রাশেদ খাঁন বলেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তাদের আস্থা থাকলেও নুরের চিকিৎসা নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট শঙ্কা আছে। নুরকে সুস্থ দেখানোর চেষ্টা করা হবে, কিন্তু আঘাত কোথায় ও কীভাবে করা হয়েছে তা দেশবাসী দেখেছেন। মাথা ও মুখে হামলা কোনো বড় ধরনের পরিকল্পনা ছাড়া হতে পারে না।’
এর আগে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাশেদ জানান, ‘নুর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করা হবে। কতিপয় সেনাসদস্য নুরসহ নেতাকর্মীদের ওপর সংগঠিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে।’
উল্লেখ্য, শুক্রবার রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.