সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই নারী এবং ঢাকার বাসিন্দা, যাদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা ২০২৫ সালের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে ৭ জুলাই ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ৩১ আগস্ট, রোববার, পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২২ জনের এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন চিকিৎসাধীন ছিলেন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের বয়স ছিল যথাক্রমে তিন, ৩৫, ৪০ ও ৫৩ বছর।
চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—৪১ জন। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল ও আগস্টে ৩৯ জন করে, মে মাসে ৩ জন এবং জুনে মারা গেছেন ১৯ জন। মার্চে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৫৩ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে ১০৫ জন, ময়মনসিংহে ১৬ জন, চট্টগ্রামে ৯৩ জন, খুলনায় ৪২ জন, রাজশাহীতে ৩৮ জন, বরিশালে ১১০ জন এবং সিলেটে দুজন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৮৬ জন। এর মধ্যে ঢাকায় রয়েছেন ৪৭৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৯ জন রোগী।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.