শাহজালাল ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখার স্থানান্তর

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র মুরাদপুর শাখা থেকে নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। রবিবার (৩১ আগস্ট) ব্যাংকটি চট্টগ্রামের পাঁচলাইশের কাতালগঞ্জে দি ওয়াজীহুনবাগের মির্জারপুলে ব্যাংকিং কার্যাক্রম শুরু করেছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম রাশেদ সরওয়ার। সভাপতিত্ব করেন ব্যাংকের মুরাদপুর শাখার ব্যবস্থাপক মো. মঞ্জুর হোসেন খান।

গ্রাহকদের অধিকতর উন্নত সেবা এবং চাহিদার প্রেক্ষিতে সুপরিসর স্থানে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সক্লুসিভ ক্যান লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির, পার্কভিউ হাসপাতাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম এবং ইকুইটি প্রোপার্টিজ-এর চেয়ারম্যান ও ভবন মালিক মাহফুজুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের জুবলী রোড শাখার ব্যবস্থাপক এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

স্থানান্তর উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনায় শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরুদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, গ্রাহকদের চাহিদা ও সুবিধার্থে শাখাটিকে সুপরিসর স্থানে স্থানান্তর করা হয়েছে। ১৮ বছর পূর্বে এই এলাকায় ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল এবং মুরাদপুর শাখাটি শুরু থেকেই অত্র এলাকার শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো খাতে অবদান রেখে আসছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাংকের সুনাম রয়েছে এবং এই খাতে আরও অধিক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার বলেন, শাখাটি নতুন ঠিকানায় স্থানান্তর করে আপনাদের সেবা দিতে এসেছি। আমাদের কর্মকর্তারা সবসময় সেবায় প্রস্তুত আছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.