বিদেশি ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকগুলো নিজেরাই সরাসরি অর্থ পাঠাতে পারবে। একইসঙ্গে বিদেশি ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স গ্যারান্টি ইস্যুর বিষয়টিও ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কপি, বিটিআরসি ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, কর কর্তৃপক্ষের ছাড়পত্র, ইনভয়েস এবং অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী ব্যাংকে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথি যাচাই করে ব্যাংক নিজেরাই লেনদেন সম্পন্ন করবে। এসব নথি ব্যাংকে সংরক্ষণ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের সময় তা প্রদর্শন করতে হবে। একইসাথে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

একই সার্কুলারে উল্লেখ করা হয়, বিদেশি আমদানিকারক বা ঠিকাদারের পক্ষে পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টি ইস্যুর সাধারণ অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলে, বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন ছাড়াই স্থানীয় রপ্তানিকারক বা সাব-কন্ট্রাক্টরের জন্য ব্যাংকগুলো গ্যারান্টি দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বিদেশি ঠিকাদারদের অনেক সময় স্থানীয় সাব-কন্ট্রাক্টরের প্রয়োজন হয় এবং তারা গ্যারান্টির আওতায় কাজ করেন। এখন ব্যাংকগুলো সরাসরি এ ধরনের গ্যারান্টি দিতে পারবে, যার ফলে কাজের গতি বাড়বে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ জানিয়েছে, ভুল বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তা দ্রুত ফেরত আনার বিষয়ে আবেদনকারী প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিতে হবে।

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, নতুন নির্দেশনার ফলে ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে অনুমোদনের জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না, যা সময় সাশ্রয় ও বৈদেশিক লেনদেন সহজতর করবে।

উল্লেখ্য, প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে আরেকটিতে স্থানান্তরিত হয়, তাকে ব্যান্ডউইথ বলা হয়। এর একক হলো বিপিএস (বিট পার সেকেন্ড)।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.