দরপতনের শীর্ষে পিপলস লিজিং

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে পিপলস লিজিং।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ড, আইসিবি ব্যাংক, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড এবং খুলনা প্রিন্টিং।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.