পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় চারজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয়েছে। এই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে, সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন ‘তরুপল্লব’।
শনিবার (৩০ আগস্ট) বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক’ প্রকৃতিবিদ ও উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মার স্মৃতির প্রতি সম্মান জানাতে চালু করা হয়েছে, যাঁর কাজ অসংখ্য মানুষকে প্রকৃতি রক্ষায় অনুপ্রাণিত করেছে।
এ বছর সম্মাননা লাভকারী ব্যক্তিরা ও প্রতিষ্ঠানগুলো হলেন:
মিজানুর রহমান ভূঁইয়া – জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ শিক্ষায় তার চার দশকের দীর্ঘ কর্মজীবন এবং পরিবেশবাদী পত্রিকা প্রকাশনা ও সংগঠন প্রতিষ্ঠার জন্য।
মো. আমিনুল ইসলাম – ১৫ বিঘা জমির ‘গাছবাড়ি’ উদ্যান গড়ে তোলার জন্য, যেখানে ১০ হাজার গাছপালা ও ২৫০ প্রজাতির দুর্লভ গাছ রয়েছে।
প্রজেক্ট সোনাপাহাড় – বাংলাদেশের প্রথম প্রাইভেট ‘মিয়াওয়াকি’ বন গড়ে তোলার জন্য, যা জীববৈচিত্র্য রক্ষা ও নগরায়ণের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সবুজ চাকমা – রাঙামাটিতে কমিউনিটি-ভিত্তিক পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করার জন্য, তার উদ্যোগে সড়কের পাশে হাজার হাজার বৃক্ষ রোপণ ও পাখিবান্ধব চারা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আজকের সম্মাননাজয়ী ব্যক্তিরা তাঁদের অক্লান্ত পরিশ্রমে প্রকৃতি রক্ষা ও পরিবেশ সচেতনতায় অনেক দূর এগিয়ে গেছেন। তাঁদের কাজ আমাদের স্মরণ করিয়ে দেয়, বন, নদী, বন্যপ্রাণী তথা পরিবেশ রক্ষা কারো একক দায়িত্ব নয়, বরং আমাদের সকলেরই এটি দায়িত্ব।”
বিশেষ অতিথি নূরুন নাহার বলেন, “এরা আমাদের দেশের সেই চিত্র তুলে ধরেছেন, যেখানে উন্নয়ন ও প্রকৃতি পাশাপাশি চলতে পারে। এদের কাজ ভবিষ্যতের পরিবেশবান্ধব বাংলাদেশ তৈরিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ব্র্যাক ব্যাংকের ভাইস-চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন বলেন, “এই পদক সম্মাননা প্রদানের মাধ্যমে, আমরা এই পরিবেশ সচেতন ব্যক্তিদের উদ্যোগ ও কাজকে শ্রদ্ধা জানাই। তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এক এমন দেশে যেখানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন একসঙ্গে চলে।”
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক সবসময় বিশ্বাস করে, প্রকৃত উন্নয়ন পরিবেশের উন্নয়নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এই পদক প্রকৃতি রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্মানিত করার মাধ্যমে আমরা বাংলাদেশের টেকসই ভবিষ্যত গড়ার দিকে একেবারে নিবেদিত।”
এছাড়া, ব্র্যাক ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ টেকসই ব্যাংক রেটিং এবং ব্লুমবার্গের ইএসজি রেটিংয়ে দেশের অন্যতম শীর্ষ টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.