সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের খুলনা শাখার ভল্ট থেকে নগদ টাকা সাড়ে ১০ লাখ টাকা ও তিন হাজার ইউএস ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে।
এ ঘটনায় এসবিএসি ব্যাংক ক্যাশ শাখার দুই কর্মকর্তাকে আসামি করে মামলাটি করা হয়। আসামিরা হলেন- ব্যাংকের ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি ওরফে তানভীর ও সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু।
দুদকের উপসহকারী পরিচালক মহসীন আলী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার আকস্মিক পরিদর্শনে এসবিএসি ব্যাংক পিএলসি, খুলনা শাখার ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল পাওয়া যায়। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.